গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। এতে আহত হয়েছেন দুই ভাই ও দুজনের স্ত্রী। আহত শহিদুল ইসলাম (৪৪) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৪২), বড় ভাই আয়ুব আলী (৪৭) ও তার স্ত্রী সেলিনা খাতুনকে (৪৬) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতরাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার নায়েব আলীর দুই ছেলে আয়ুব আলী ও শহিদুল ইসলাম পাশাপাশি বসবাস করেন। বয়োবৃদ্ধা মা এজেনা খাতুনের খোরাকি দেয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে যোগ দেন দুই ভাইয়ের স্ত্রী। শহিদুলের স্ত্রীর মাথায় এবং আয়ুব আলীর স্ত্রীর হাতে ধারালো অস্ত্রের কোপে কেটে গেছে। তবে দুই ভাই তেমন আহত হননি বলে জানান চিকিৎসক। গাংনী হাসপাতালে মহিলা ওয়ার্ডে পাশাপাশি দুই ভাইয়ের স্ত্রী ও পুরুষ ওয়ার্ডে পাশাপাশি স্থানে দুই ভাইয়ের চিকিৎসা চলছে।