খালাবাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু মরিয়ম

মেহেরপুরে পাটকেলপোতায় খেলার সময় দুই শিশু টিউবওয়েলের গর্তে পড়ে দুর্ঘটনা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরের মালয়েশিয়া প্রবাসী মহাসিন আলীর ৪ বছর বয়সী একমাত্র শিশুকন্যা মরিয়ম খাতুনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে প্রাণে বেঁচে গেছে মরিয়মের খালাতো বোন লামিয়া (২)। সে পাটকেলপোতা গ্রামের রাজমিস্ত্রি লাল্টু মিয়ার মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মেহেরপুর পাটকেলপোতা গ্রামে ওই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে নিহত শিশুর লাশ নিজ গ্রাম বিষ্ণুপুরে নেয়ার পর রাত ১২টার দিকে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী মহসিন আলীর স্ত্রী রিনা খাতুন তার ৪ বছর বয়সী একমাত্র শিশুকন্যা মরিয়মকে সাথে নিয়ে এক সপ্তাহ আগে বোনের বাড়ি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামে বেড়াতে যান। গতকাল বিকেলে শিশু মরিয়ম ও তার খালাতো বোন লামিয়া খেলা করছিলো। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙ্গিণায় টিউবওয়েলের গর্তে পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন টের পেয়ে ডোবা থেকে তাদের দুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মরিয়ম মৃত্যুরকোলে ঢলে পড়ে। রাতেই তার মরদেহ নেয়া হয় পিতার বাড়িতে। তবে প্রাণে রক্ষা পেয়েছে অপর শিশুটি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এদিকে একমাত্র শিশুকন্যা মরিয়মের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রিনা খাতুন। মা রিনা খাতুনসহ স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মালয়েশিয়া প্রবাসী স্বামীকে কি জবাব দেবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।