কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে আজ বুধবার উপনির্বাচন। ৩ মাস আগে পৌর কাউন্সিলর পৌর আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। এ উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, ৪ নং ওয়ার্ডে সলেমানপুর, পালপাড়া, দাসপাড়া ও বাজারপাড়ার ৩ হাজার ৪৭৭ জন ভোটার কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। ভোটারদের সুবিধার্থে এ কেন্দ্রে বুথ খোলা হয়েছে ১০টি। রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম। সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস আর প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। ভোট কেন্দ্রের নিরাপত্তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫২ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।