সন্তানদের গতিবিধি সম্পর্কে সর্তক থাকতে হবে
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীতে কমিউনিটি পুলিশিং কমিটিরসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ শ্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সাথে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির ভূমিকা অপরিসীম। যেকোনো ধরনের মাদক, জঙ্গিবাদ ও সমাজে অপরাধের মূল হোতাদের সম্পর্কে পুলিশকে অবহিত করাই ওই কমিটির গুরু দায়িত্ব।
এছাড়া বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- রোধ করতেও কমিউনিটি পুলিশিং কমিটিকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিভাবকদের সন্তানদের গতিবিধি সম্পর্কে সর্তক থাকতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে সে ব্যাপারেও নজরদারি করতে হবে। সমাজ থেকে অপরাধমূলক কর্মকা- রোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ আিতথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) তরিকুল ইসলাম, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হক মুন্সি। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন যুবলীগ সভাপতি রোকনুজ্জামান টোকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লাভলু, এমদাদুল হক ওদুদ, বজলুর রহমান, মিজানুর রহমান, মহিউদ্দীন মাস্টার, হুমায়ন কবির টুলু প্রমুখ। পরে আসমানখালী পুলিশ ক্যাম্পের নবনির্মিত ভবন পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন।