স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে টাকা দাবি করেছেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম। টাকা নেয়ার সময় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে চেষ্টা করেন। কিন্তু ক্ষুব্ধ অভিভাবকরা টাকা ফেরত না নিয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
জানা গেছে, ২৫ নম্বর ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করতে জনপ্রতি ৩শ টাকা করে উৎকোচ দাবি করেন। সেই মোতাবেক বেশ কিছু অভিভাবকের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। শিক্ষা অফিসারদের নাম করে প্রধান শিক্ষক টাকা আদায় করেন। গতকাল বিদ্যালয়ে গিয়ে কয়েকজন অভিভাবক টাকা ফেরত চান। এ সময় বেশ কিছু অভিভাবক জুটে যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিনও অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গ্রামের আকরুল, জান্টু, ময়নুল, সাইফুলসহ বেশ কিছু অভিভাবক জানান, প্রধান শিক্ষক অবৈধভাবে টাকা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার কয়েকজন অভিভাবক টাকা ফেরত চাইলেও কেউ কেউ বলেন, এর সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত টাকা ফেরত নেবো না। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।