মেহেরপুরে জালনোট মামলায় এক ব্যক্তির ৭ বছর কারাদন্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে জালনোট পাচার মামলায় ফজলুল হক (৫৫) নামের এক ব্যক্তির ৭ বছর কারাদন্ড একই সাথে ১০ হাজার টাকা জরিমানা; অনদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত ফজলুল হক মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত মেছের শেখের ছেলে।
মামলার এজহারে জানা যায়, ২০১২ সালের ৭ জুন গাংনী র‌্যাব-৬ ক্যাম্পের এসআই দেওয়ান ফজলুল হক ১৭টি ১ হাজার ও ৪০টি ৫শ টাকার জালনোটসহ তাকে আটক করেন। পরে মুজিবনগর থানায় তার নামে মামলা করা হয়। মামলায় ১৫ জনের সাক্ষীগ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি আব্দুল জাব্বার এবং আসামিপক্ষে অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. খন্দকার একরামুল হক হীরা ও অ্যাড. শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।