প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ॥ জরুরিভিত্তিতে মেরামতের দাবি

দামুড়হুদার পুরাতন বাস্তুপুরস্থ জামালের গোডাউনের সামনে সড়ক ভেঙে ভয়ঙ্কর রূপধারণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তুপুরস্থ জামালের গোডাউনের সামনে সড়ক ভেঙে ভয়ঙ্কর রূপধারণ করেছে। সড়কটির বেশিরভাগ অংশই ভেঙে পিচরোডের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি হওয়ায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মাঠের ফসল নিয়ে কোনো গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়া-আসা করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে এলাকার চাষিকূল। প্রায় মাসখানেক আগে রাস্তাটি ভেঙে বেহালদশার সৃষ্টি হলেও এখনও পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভুক্তভোগী এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেছে, সড়কটি ভেঙে যাওয়ায় প্রায় মাসখানেক ধরে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এছাড়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রেও পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে। অথচ মেরামতের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি জরুরিভিত্তিতে মেরামতের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।