ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আলমডাঙ্গায় মন্ডল সমাবেশ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৫ গ্রামের মন্ডল সমাবেশ ও পরিচয়পত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ গ্রামের মন্ডল প্রধানী কমিটি আয়োজিত এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই মন্ডল সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা মোল্লা সিরাজুল ইসলাম, গোবিন্দপুরের মন্ডল শামসুজ্জোহা সাবু মিয়া, শহিদুল হক বড়মিয়া মন্ডল, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার ম-ল। ফরিদপুর গ্রামের মন্ডল মানোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ফরিদপুর গ্রামের ম-ল আফম সিরাজ সামজী, রিকাত আলী, ডামোশ গ্রামের মন্ডল নজরুল ইসলাম, ইউনুস আলী, ওল্টু, জান্টু মন্ডল, রেজাউর রহিম।
৫ গ্রামের ১১৪ মন্ডলকে উদ্দেশ্য করে এ সময় প্রধান অতিথি বলেন, ইভটিজিং, মাদকাশক্তিসহ সকল সামাজিক অপশক্তির বিরুদ্ধে মন্ডলদের ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। সালিসে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি মন্ডলদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে মন্ডলদের হাতে পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে শুরুতে মন্ডলদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে।