দামুড়হুদায় ৭ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় মামলা : অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ

দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদায় আমির আলী (৫৩) নামের তিন সন্তানের জনকের বিরুদ্ধে প্রতিবেশী ৭ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বলাৎকারের শিকার ওই শিশুকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অভিযুক্ত আমির আলী বিষ্ণুপুর শেখপাড়ার মৃত রমজান ম-লের ছেলে। গত রোববার দুপুরে অবুঝ ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে পার্শবর্তী একটি ঝালক্ষেতের মধ্যে নিয়ে বলাৎকার করা হয়। এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় বাদী নিরাশ হয়ে পড়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর শেখপাড়ার মৃত রমজান ম-লের ছেলে আমীর আলী গত রোববার দুপুর ১টার দিকে প্রতিবেশী ৭ বছর বয়সী শিশুকে ছাগলের ঘাস দেয়ার কথা বলে পার্শবর্তী একটি ঝালক্ষেতে নিয়ে যায় এবং তার হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। শিশুর চিৎকা শুনে তার মা প্রতিবেশীদের নিয়ে ওই ঝালক্ষেতে ছুটে যান। এ সময় অভিযুুক্ত আমির আলী পালিয়ে যায়। মা আলামিনকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে ওই দিনই আমির আলীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। শিশুর পিতা বলেছেন, আমি ঘটনার ন্যায় বিচার চাই। এ জন্যই মামলা করেছি। অভিযুক্ত আমিরের স্ত্রী নাছিমা খাতুন বলেছেন, আমি আমার স্বামীর উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আইনউদ্দীন বলেছেন, তাকে এর আগে অনেক ছাড় দেয়া হয়েছে। এবার আর কোনো ছাড় নেই এবং কোনো আপোষও হবে না। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই তপন কুমার নন্দী জানান, বলাৎকারের শিকার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত আমির আলীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আমির আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।