দামুড়হুদার কানাইডাঙ্গায় হাডুডু খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি : পুলিশ সদস্যসহ আহত ৪

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে হাডুডু খেলা দেখাকে কেন্দ্র করে দর্শকদের মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এক সদস্যসহ ৪ জনের আহতের খবর পাওয়া গেছে। জানাগেছে গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে কানাইডাঙ্গা পূর্বপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পূর্বপাড়ার আয়োজনে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে দর্শকরা খেলা দেখার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দর্শকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। মারামারির সময় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য সাজ্জাদ ঠেকাতে গেলে আহত হণ। উপজেলার বদনপুরের বাবলুর ছেলে হবি একই গ্রামের আ.লীগ নেতা মখলেসসহ ৪ জনের আহতের খবর পাওয়া গেছে। আহত দর্শকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর জানান কানাইডাঙ্গা গ্রামে হাডুডুর বড় একটি প্রতিযোগিতা হচ্ছিলো কিন্তু তাদের কমিটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িকে জানায়নি। আমি ও আমার পুলিশ সদস্য একজনকে নিয়ে দামুড়হুদা মডেল থানার ওসি স্যারের নির্দেশে খেলার মাঠে যায়। মাঠে খেলা চলাকালীন সময়ে হঠাত দর্শকদের মধ্যে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে মারামারি বেঁধে যায়। আমরা প্রথম পর্যায়ে মারামারি ঠেকাতে গিয়ে আমাদের এক সদস্য আহত হয়।