জীবননগর উথলীতে ইক্ষু রোপণ মরসুমের উদ্বোধন

জীবননগর ব্যুরো: দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আওতায় ইক্ষু রোপণ মরসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলার উথলী মাঠে কৃষক আফজালুর রহমান ধীরুর ইক্ষু ক্ষেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে ইক্ষু রোপণ মরসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এজিএম দোলোয়ার হোসেন। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে ২০১৭-২০১৮ অর্থ বছরের ইক্ষু রোপণ মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান, মহাব্যবস্থপক এএসএম মুতিউল্লাহ, মনোয়ার হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, যুগ্মসম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইক্ষুচাষি আবজালুর রহমান ধীরু। উপজেলা ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধী ও ইক্ষু চাষিগণ উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানির আওতায় ১২ হাজার ৫শ একর জমিতে ইক্ষু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।