বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ ঝাঝরি গ্রামে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জায়ার টাকাসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে। আটককৃতদের আজ সদর থানায় সোপর্দ করা হতে পারে।
গ্রামবাসী জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের আ.লীগের গ্রাম কমিটির সভাপতি আনছার আলীর মুদি দোকানের সামনে তার একটি পরিত্যক্ত ঘর আছে। যে ঘরে প্রায় রাতেই জুয়াড়িরা জুয়াখেলার আসর বসায়। যেখানে গ্রামের বেশকিছু জুয়াড়ি অংশগ্রহণ করে এবং খেলা চলে ভোর রাত অবদি। এ খেলায় প্রতিরাতেই হার জিত হয় হাজার হাজার টাকা। বিষয়টি গ্রামবাসী একাধিকবার ওই নেতাকে মৌখিকভাবে স্মরণ করিয়ে দিলেও তাতে কর্ণপাত করেন না তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘরে জুয়াড়িরা তাদের আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিত্বে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাসনুন আলম লেলীন রাত সাড়ে ১২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝরি গ্রামের ওই ঘরে অভিযান চালন। পুলিশি উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা তাস এবং টাকা পয়সা ফেলে পালাতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জুয়াড়িকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন ওসমান বিশ্বাসের ছেলে সবুজ আলী, হোসেন ম-লের চেলে এজের আলী, মতসেরের ছেলে বাবু, সোবারেশ ম-লের ছেলে ময়েদ আলী, মুনছুর আলীর ছেলে সেলিম উদ্দীন, আলমের ছেলে নয়ন ও মজনুর চেলে সাজ্জেদ আলী। এ সময় পুলিশ জুয়ার আসর থেকে ৪ হাজার ৮শ টাকা ও জুয়াড়িদের ব্যবহৃত তাস উর্দ্ধার করেন। একটি সূত্র বলেছে, স্থানীয় পুলিশের নাম ভাঙিয়ে ওই জুয়ার আসর থেকে একটি মোটা অঙ্কের টাকা কালেকশন হতো। স্থানীয়রা জানান, জুয়াড়িদের আটকের পর আনছার আলীকে পুলিশ খোজ করলেও তার সন্ধান মেলাতে পারেননি। এ বিষয়ে আনছার আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।