দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫ : চারজন রেফার্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত। তাদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ডুগডুগি বাজারপাড়ার মৃত রহিম বখস মণ্ডলের ছেলে মজিবর মণ্ডল (৬০) এবং দামুড়হুদার উজিরপুর শখেরপাড়ার মৃত টেংরা হালসুনার ছেলে আশকার আলী (৫০) তার ছেলে ছাত্তার আলী (১৬) বড় ভাই আসার উদ্দীন (৬৫) ও  একই এলাকার মৃত আতর বিশ্বাসের ছেলে আলমসাধুচালক হারুন অর রশিদ (৫২)। গতকাল তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল পৌনে ৮টার দিকে মজিবর রহমান তার তিন বছরের নাতি ছেলে জুনায়েদকে বাচাতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আহত হন। জুনায়েদ চুয়াডাঙ্গা-দর্শনা মাহাসড়কের ডুগডুগি বাজারের সড়ক পার হয়ে যাওয়ার সময় শাপলা পরিবহনের একটি গাড়ি জুনায়েদকে ধাক্কা দিতে গেলে তার দাদা মজিবর রহমান তাকে বাচাতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অপর ঘটনায়, দামুড়হুদার উজিরপুরের আশকার আলী তার ছেলে ছাত্তার আলী ও বড় ভাই আসার উদ্দীন মিলে আলমসাধুচালক হারুন অর রশিদের সাথে শিয়ালমারি হাটে যায় গরু কিনতে যান। সেখান থেকে গরু কিনে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যান্ডের অদূরে কাঁচামালের হাটের কাছে পৌছুলে আলমসাধুর এক্সেল ভেঙে উল্টে গিয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে মজিবর রহমান, আশকার আলী, আসার উদ্দীন ও ছাত্তার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।