কুষ্টিয়া গোস্বামীদুর্গাপুরে বাল্যবিয়ে রোধে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উভয় অভিভাবক ও বরের জরিমানা : কাজির কারাদণ্ড

জামজামি প্রতিনিধি: কুষ্টিয়া ইবির গোস্বামীদুর্গাপুরের উত্তর মাগুরা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া নাবালিকার বাল্যবিয়ে প্রশাসনিক তৎপরতায় পণ্ড হয়েছে। গত বুধবার দিনগত মধ্যরাতে বাল্যবিয়ের আসরে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনেরর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ মিরপুর উপজেলার পোড়াদহ স্বরুপদহ গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে বর জামিরুল ইসলাম ও তার ভাই, চাচাসহ কনের পিতা-মাতা ও নিকাহ রেজিস্ট্রার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের কাজি মৌলভি আবুল কাশেম সটকে যাওয়ার চেষ্টা করেন। ইবি থানার ওসি রতন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে নিকাহ রেজিস্ট্রার কাজি, বর ও তার নিকটাত্মীয় স্বজন এবং কনের পিতাসহ এ আসরের উপস্থিত কয়েকজনকে গ্রেফতার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদলত দায়িত্বরত কাজি মৌলভি আবুল কাশেমকে ১৫ দিনের কারদণ্ড ও বর জামিরুল ইসলাম এবং কনের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেন। ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার শর্তে কনের পিতার নিকট থেকে ৩শ টাকার স্ট্যাম্পে মুচলেকা লিখে নিয়ে অন্যদের ছেড়ে দেন ৷ সদর উপজেলাধীন সমাজ সেবা কর্মকর্তা মর্জিনা খাতুন নির্বাহী মাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে এ রায় প্রদান করেন। এ সময় ইবি থানার ওসি রতন শেখ উপস্থিতিদের মাঝে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন ৷  ইবি থানার এসআই মকছেদ আলী, পাটিকাবাড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই কামাল হোসেন ও এএসআই এহসান উপস্থিত ছিলেন ৷