এখন আর রাত জেগে কোনো পুরুষকে গ্রাম পাহারা দিতে হয় না

মুজিবনগরে মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশে- এমপি ফরহাদ হোসেন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল পর্যায়ের উন্নয়ন হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে অবশ্যই নৌকা প্রতীক বিজয়ী করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলার মহাজনপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল আরো বলেন, আপনাদের সন্তানদের কিভাবে বই কিনবেন ও লেখাপাড়ার খরচ জোগাবেন তা নিয়ে দুশ্চিন্তা হতো। কিন্তু আজকে শেখ হাসিনা বছরের প্রথম দিনে আপনার সন্তানদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। যা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। ফলে এখন ছাত্রছাত্রী ঝড়ে পড়ার সংখ্যা শূন্য কৌটায়। বিএনপি-জামায়াত জোটের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, তাদের সময় গ্রাম ছিলো অন্ধকার। চুরি, ডাকাতি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাত জেগে পুরুষদের পাহারা দিতে হতো। এখন আর রাত জেগে কোনো পুরুষকে গ্রাম পাহারা দিতে হয় না।
মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি গোলাম রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা কৃষক লীগের সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক নিকোন, জেলা যুবমহিলা লীগের সভাপতি সামিউন বশিরা পলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন। এছাড়াও মহাজনপুর ইউপি আ.লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্মআহ্বায়ক আরিফ হোসেনসহ রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা মা সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ময়েন উদ্দীন।