আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা কয়েকটি সরকারি দফতর পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি দফতর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তাদের বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের জন্য উপদেশ দেন। এছাড়াও কাব-স্কাউটস্দের উদ্দেশে বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ও সমাজের জন্য কাজ করে যাবে। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি দে, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, সহকারী শিক্ষক আহসান কবীর, নাসিমা আক্তার, সুলতানা রাজিয়া, নাছরিন নাহার, নাছিমা খাতুন প্রমুখ। এরপর কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শনকালে কালিদসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ভিক্ষুক আরশেদ আলীকে পুনর্বাসনের জন্য আলমডাঙ্গা উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ফান্ড থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।