আলমডাঙ্গায় অপহরণের ১৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা থেকে অপহরণের ১৯ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
অপহৃত স্কুলছাত্রী সাথী খাতুন (১৪) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের হাজিরমোড় এলাকার মৃত বকুল আহম্মেদের মেয়ে ও স্থানীয় বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। পুলিশসূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত আলমডাঙ্গার স্বর্ণপট্টি এলাকা থেকে সাথী খাতুনকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান পায় না। পরে সাথীর মা হাফিজা খাতুন বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের ইমরান, আশরাফুল ইসলাম ও রবিউল হকের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম জানান, স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।