হিন্দুত্ববাদের সমালোচক সাংবাদিক গৌরীকে গুলি করে হত্যা
মাথাভাঙ্গা মনিটর: ভারতের বেঙ্গালুরুতে হিন্দুত্ববাদী উগ্রপন্থার সমালোচক হিসেবে পরিচিত নারী সাংবাদিক গৌরি লংকেশকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৮টার দিকে বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী এলাকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কাজ শেষে বাড়ির সামনে পৌঁছে গাড়ির দরজা খুলে বাইরে পা দেয়ার সাথে সাথে গৌরিকে লক্ষ্য করে পরপর সাত রাউন্ড গুলি করে হামলাকারীরা। এরমধ্যে চারটি গুলি তার শরীরে বিদ্ধ হয়, এর মধ্যে একটি তার কপাল ভেদ করে। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়ার কিছুক্ষণ পর মারা যান।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর কে দত্ত জানান, গৌরিকে লক্ষ্য করে মোট সাতটি গুলি করা হয়। এরমধ্যে চারটি লক্ষ্যচ্যুত হয়ে ঘরের দেয়ালে লাগে। বাকি তিনটি গুলি তাকে আঘাত করে। এরমধ্যে দুটি তার বুকে এবং একটি তার কপালে বিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, ৫৫ বছরের গৌরিকে হত্যায় তিন ব্যক্তি অংশ নেয়। তবে তাকে কেনো হত্যা করা হয়েছে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মৌমাছি পোশাক পরে বিশ্বরেকর্ড
মাথাভাঙ্গা মনিটর: মানুষের মনে যে কতো বিচিত্র শখ জন্ম নেয় তার কোনো হিসেব নেই। এই যেমন এবার কানাডার এক মৌমাছি পালক গায়ে পরেছিলেন ‘মৌমাছির পোশাক’। সারা শরীরে জীবন্ত মৌমাছি জড়িয়ে তিনি তৈরি করেছিলেন বিশেষ এই পোশাক। পুরো এক ঘণ্টা ধরে মৌমাছিগুলো তার শরীরে আটকে ছিলো। তবে শুধু রেকর্ড গড়ার জন্যই এই কাজ করেননি জুয়ান কার্লোস নোগুয়েজ অরটিজ নামের ওই যুবক। মূলত হরর ফিল্ম ‘ব্লাড হানি’র মুক্তি উপলক্ষে প্রচারণা চালানোর জন্য টরোন্টোতে এই আয়োজন করা হয়েছিলো। ডিকার বি হানি ফার্মের একজন কর্মী অর্টিজ। মৌ চাষি পিটার ডিকে বলেন, অর্টিজের মুখে মৌমাছির দাড়ি তৈরির জন্য এক লাখ মৌমাছি আনা হয়েছিলো। এর আগে মাত্র দুইবার এই ধরনের কাজের চেষ্টা করেছেন অর্টিজ। নিজের এই দুঃসাহসিক কাণ্ড সম্পর্কে তার বক্তব্য, রেকর্ড গড়া এবং ব্লাড হানির প্রচারণার পাশাপাশি এর মাধ্যমে সাধারণ মানুষকে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে, মানুষ মৌমাছিকে যতোটা ভয় পায় তারা আসতে ততোটা নয়।
অবশেষে গর্ভপাতের অনুমতি পেলো ধর্ষণের শিকার কিশোরী
মাথাভাঙ্গা মনিটর: ভারতের মুম্বাইয়ে ধর্ষণের শিকার হওয়া ১৩ বছরের সেই মেয়েটির গর্ভপাতের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। মেয়েটির পরিবারের পক্ষ থেকে আদালতে তার গর্ভপাতের আবেদন জানানো হলে আদালত বুধবার এই অনুমতি দেয়। মেয়েটির আইনজীবী জানান, শুক্রবার তার গর্ভপাতের দিন ধার্য করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের মেয়ে হঠাৎ করে মুটিয়ে যেতে থাকে। তাদের ধারণা শরীরে ওজন বেড়ে যাওয়ার এমনটি হয়েছে। পরে তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে বিষয়টি খোলাসা হয়। তখন চিকিৎসক জানান, তাদের মেয়ে গর্ভবতী। সে কোনো মোটা হওয়ার সমস্যায় ভুগছে না। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালতের কাছে তার গর্ভপাতের জন্য আবেদন করা হয়। সে সময়ে মেয়েটি ৩২ সপ্তাহের অন্ত:সত্ত্বা ছিলো। ভারতের প্রচলিত আইনে ২০ সপ্তাহ পর্যন্ত অন্তঃসত্ত্বার গর্ভপাত করানো যেতে পারে। কিন্তু এর চেয়ে বেশি সময় হলে তার জন্য আদালতের অনুমোদনের প্রয়োজন হয়। পরে আদালত মেয়েটির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয়।
কুমারীত্ব বিক্রির বিজ্ঞাপন
মাথাভাঙ্গা মনিটর: একটি ভালো কাজ করার জন্য ১ হাজার ৫শ পাউন্ড (প্রায় ১ এক লাখ ৫৭ হাজার টাকা) প্রয়োজন ইউক্রেনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর। তা সহজে জোগাড় করতে না পারায় নিজের কুমারীত্ব বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউলিয়া নামের ওই তরুণী স্থানীয় ‘তরবিনকা’ নামের একটি সংবাদপত্রে নিজের কুমারীত্ব বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্থানীয় ওই সংবাদপত্রে নিজের কুমারীত্ব বিক্রির বিজ্ঞাপন দিয়ে তরুণী বলেছেন, তিনি এমন একজনের কাছে কুমারীত্ব বিক্রি করতে চান, যিনি একটি ভালো কাজের জন্য প্রকৃতভাবেই তাকে ১ হাজার ৫০০ পাউন্ড সাহায্য দিতে পারেন। ইউলিয়া বলেন, ‘আজ হোক বা কাল, আমাকে কুমারীত্ব বিসর্জন দিতেই হবে। কোনো মদের উৎসবে কুমারীত্ব হারানোর চেয়ে একটি ভালো কাজের উদ্দেশে তা বিক্রি করাই ভালো।’