আম্পায়ারের ভূমিকায় নাসির!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল টাইগার ব্যাটসম্যান নাসির হোসেনকে। দুষ্টুমি করতে ইংল্যান্ডের আম্পায়ার নাইজল লং-কে অনুসরণ করতে তার পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান প্যাট কামিন্সকে আউট ঘোষণা করেন নাসির। তাই নাসিরের এমন দুষ্টুমি নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের সকলের। অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৯তম ওভারে বল হাতে আক্রমণে এসেছিলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ওই ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কামিন্সের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মিরাজ ও তার সতীর্থরা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি নন-স্ট্রাইক প্রান্তে থাকা আম্পায়ার লং। সাথে সাথে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তাই রিভিউ’র জন্য থার্ড আম্পায়ারের কাছে শরণাপন্ন হন লং।

এ সময় লং-এর পাশে এসে দাঁড়ান নাসির। থার্ড আম্পায়ারের সাথে মাইক্রোফোনে কথা চলছিলো লং-এর। কথোপকথন শেষে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেন লং। নিজের আগের সিদ্ধান্তকে হাত দিয়ে ডেড ঘোষণা করেন লং, পাশে দাড়িয়ে একই ভঙ্গি করে হাত দিয়ে ডেড ঘোষণা করেন নাসিরও। এরপর লং আঙ্গুল তুলে কামিন্সকে আউট ঘোষণা দেন। পাশে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কামিন্সকে আউট ঘোষণা করেন নাসিরও। তাই ব্যক্তিগত ৪ রানেই থেমে যেতে হয় কামিন্সকে। এজন্য ৮ উইকেটে ৩৬৪ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। নাসিরের এমন দুষ্টুটি পুরো ক্রিকেট বিশ্ব তো বটেই, এমনকি নাসিরের সতীর্থরাও পাশে দাঁড়িয়ে দেখছিলেন আর হাসছিলেন। টিভি সেটের সামনে থাকা ক্রিকেট ভক্তরাও যে হাসিতে লুটোপুটি খেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।