দেশের টুকরো

আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট আজ বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী এক মাস। শেষ হবে ৫ অক্টোবর। চলতি মরসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে। ইতিমধ্যে প্রত্যেক হাজির জন্য ৫ লিটার করে জমজমের পবিত্র পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে। হাজিরা দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাদের হাতে তুলে দেয়া হবে। হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে। প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির  বেশি হতে পারবে না। প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সাথে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির  বেশি হতে পারবে না

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য আজ বুধবার রাতে বাংলাদেশে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, নিজস্ব একটি বিমানে এসে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার। রোহিঙ্গা সমস্যার বিষয়ে তুরস্কের নীতির সাথে বাংলাদেশের নীতির মিল থাকায় এ আলোচনাটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে অবস্থিত সব রোহিঙ্গার প্রত্যাবাসন, রাখাইনে নিরাপদ পরিবেশ এবং কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শ কমিশনের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ। এই তিনটি বিষয়ে তুরস্কের পূর্ণ সমর্থন রয়েছে।

চবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অন্যদিকে এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে চারটি ইউনিটের মাধ্যমে। ইউনিট গুলো হলো ক,খ,গ,ঘ। ক ইউনিটের আওতায় বিজ্ঞান বিভাগ, খ ইউনিটের আওতায় কলা ও মানববিদ্যা বিভাগ গ ইউনিটের আওতায় ব্যবসায় শিক্ষা বিভাগ ও ঘ ইউনিটের আওতায় সম্মিলিত (বিজ্ঞান,কলা ও ব্যবসায় শিক্ষা)। ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর, গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ও ঘ ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়া যাবে। ১১ সেপ্টেম্বর থেকে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.eis.cu.ac.bd) পাওয়া যাবে।

খুলনায় সীমানা পিলারসহ স্বামীস্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: খুলনায় সীমানা পিলারসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেবদুয়ার গ্রামের মো. শফিকুল ইসলাম গাজী (৪৫) ও তার স্ত্রী রেহেনা পারভীন (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন,  গ্রেফতারকৃতরা উক্ত সীমানা পিলারের মূল্য শত কোটি টাকা বলে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক এসএম আলমগীর কবির বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন।