বিদেশের টুকরো

পাকিস্তানে জঙ্গিদের সাথে সংঘর্ষ : লে. কর্নেলসহ নিহত

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ-পশ্চিম পাকিস্তান ও করাচিতে জঙ্গিদের সাথে তিনটি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ আটজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে। বেলুচিস্তান প্রদেশের পাঁজগুর জেলায় সীমান্ত রক্ষী বাহিনীর একটি বহরের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় এক লে. কর্নেলসহ চারজন নিহত ও তিনজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানায় কেউ হামলার দায় স্বীকার করেনি। পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন চার পাকিস্তানি তালিবান জঙ্গি নিহত হয়।

সুচিকে ফোন করে এরদোগানের উদ্বেগ নিন্দা

মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে বলার পর এবার দেশটির সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক নেত্রী অং সান সুচিকে ফোন করে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গতকাল মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে ফোন করে রোহিঙ্গাদের ওপর পরিচালিত অত্যাচার ও বর্বরতার বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানান। খবর বিবিসির। বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স প্রেসিডেন্টের মুখপাত্রদের উদ্ধৃত দিয়ে জানায়, ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে বলেন, রোহিঙ্গা-সংকট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসী তৎপরতার নিন্দা করছে তুরস্ক। মিয়ানমারে যে মানবিক সংকট তৈরি হয়েছে- সেটি উদ্বেগ এবং ক্ষোভের বিষয়। তবে এর উত্তরে সুচির প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে এবং কথা বলতে প্রেসিডেন্ট এরদোগান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুকে বুধবার বাংলাদেশে পাঠাচ্ছেন। ঈদের ছুটির সময় প্রেসিডেন্ট এরদোগান এ বিষয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সাথেও কথা বলেছেন। সঙ্কট সমাধানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সাথেও কথা বলেছেন তিনি। এ মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তুর্কি প্রেসিডেন্ট রোহিঙ্গা ইস্যুটি তুলবেন বলে জানা গেছে।

সমকামিতার অভিযোগে হোস্টেল থেকে ছাত্রীকে বহিষ্কার

মাথাভাঙ্গা মনিটর: হোস্টেলের অন্য ছাত্রীদের সাথে ‘অন্য রকম’ আচরণ করতেন তিনি। বান্ধবী ও শিক্ষিকাদের সাথেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এই অভিযোগেই স্নাতক পর্যায়ের এক ছাত্রীকে হোস্টেল থেকে বহিষ্কার করেছে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়নি। ওই ছাত্রী নিয়মিতভাবে হোস্টেলের অন্য ছাত্রীদের উত্যক্ত করতেন। হোস্টেলের নিয়মও মানতেন না তিনি। ছাত্রীরা প্রায়ই তার নামে অভিযোগও জানাতেন। সে কারণেই গত সপ্তাহে কলেজের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নেয়। শৃঙ্খলারক্ষা কমিটির চিফ কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীলম আত্রি জানান, হস্টেলের ১৬ জন ছাত্রী তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। ছাত্রীদের অভিযোগ, ওই ছাত্রী তাদের রীতিমতো উত্যক্ত করতেন। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এমনকি তার চাহিদা পূরণ না করলে আত্মহত্যা করারও হুমকি দেন। প্রায়শই নিজেকে আঘাতও করতেন তিনি। অবসাদগ্রস্ত মনে হত তাঁকে। এর পরেই ওই ছাত্রীর অভিভাবককে ডেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। নীলম জানিয়েছেন, ওই ছাত্রীর অভিভাবককে একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করতে বলা হয়েছে।

সমকামী বিবাহ নিয়ে অস্ট্রেলিয়ায় ভোটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ

মাথাভাঙ্গা মনিটর: সমকামী বিবাহের বৈধতা বিষয়ে অস্ট্রেলিয়া সরকার ডাকের মাধ্যমে যে গণভোট আয়োজন করছে তার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে। এই আবেদনের ওপর শুনানির সিদ্ধান্তও নিয়েছেন আদালত। অনেকে মনে করছেন এর মাধ্যমে গণভোট আয়োজনের সিদ্ধান্ত অনিশ্চয়তার মধ্যে পড়লো। এই ভোটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একজন আইনজীবী আদালতে আবেদন করেন। শুনানির সিদ্ধান্ত গ্রহণ সত্ত্বেও ভোট নিয়ে আশাবাদী দেশটির সরকার। তারা আশা করছে আদালতের আদেশ নিজেদের পক্ষেই আসবে। আগামী ১২ সেপ্টেম্বর এই গণভোট শুরুর কথা রয়েছে। যা শেষ হবে ২৭ অক্টোবর। ফল ঘোষণা করার কথা রয়েছে ১৫ নভেম্বর। অস্ট্রেলিয়ার অধিকাংশ প্রদেশে সমকামী বিবাহ নাগরিক ইউনিয়ন বা সরকারি নিবন্ধিত সম্পর্ক হিসেবে বিবেচিত। কিন্তু দেশটির জাতীয় আইন অনুসারে তা বিবাহ বলে গণ্য নয়। বিষয়টিকে আইনসিদ্ধ করতেই এই ভোটের আয়োজন।