ফলোআপ ॥ চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজার থেকে গ্রেফতার ৮

৫ জন পুলিশি রিমান্ডে ॥ দেশীয় অস্ত্র উদ্ধার
বেগমপুর প্রতিনিধি: হিজলগাড়ি থেকে গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে ৫ জনকে পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দল ফের অভিযান চালিয়ে গড়াইটুপি এলাকা থেকে উদ্ধার করেছে দেশীয় অস্ত্র। চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিনের দুরদর্শিতা ও বিচক্ষনতায় বড় ধরণের নাশকতা থেকে রক্ষ পেয়েছে বেগমপুর এলাকার মানুষ। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হিজলগাড়ি বাজারে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ২৯ আগস্ট। এ অভিযানে হিজলগাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয় আন্ত:জেলা ডাকাতদলের ৮ সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী, আশরাফুল ইসলাম, ও জগদিশ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঝটিকা অভিযান চালান হিজলগাড়ি বাজারে। বাজারের সংগ্রাম হোটেলে ডাকাতেরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে চালানো হয় অভিযান। হোটেল থেকে গ্রেফতার করা হয় ঝিনাইদাহ জেলার মহাশয়া গ্রামের আজিবর আলীর ছেলে কুরবান আলী (৩০), লোকমান আলী (২৪), একই গ্রামের জামাত আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), গোপালপুর গ্রামের এলেম ম-লের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪), কোটচাদপুর রুন্দ্রনগর গ্রামের আফজাল ম-লের ছেলে লালচাঁদ (২৮), আসাদুল ইসলামের ছেলে সোহানুর রহমান (২৫) কলম আলীর ছেলে আকিমুল ইসলাম (২৫) ও লালমনিরহাট জেলার ভাটিবাড়ি গ্রামের জামিনুর রহমানের ছেলে সজিবকে (২৪)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পিস্তল, ১শ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামাদি। গ্রেফতারকৃতদের মধ্যে লোকমান, তরিকুল ও সোহানুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনায় এসআই আশরাফুল ইসলাম বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রী জগদীস চন্দ্র বসু ৫ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। ৩০ আগস্ট থেকে কুরবান, আকিমুল, সজিবুর, লালচাদ ও আবু বক্করকে ৭ দিনের পুলিশি রিমান্ডে আনেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশি জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের দল অভিযান চালান তিতুদহ-গড়াইটুপি সড়কের কুদ্দুসের বাড়ির সামনের একটি ঝোপ থেকে উদ্ধার করেছে ২টি ধারালো তরবারি, ১টি চাপাতি ও ১টি হাসুয়া।