প্রেসক্লাবে জরুরি বৈঠক ॥ মামলা ॥ রিপন গ্রেফতার
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সদস্য, ইনকিলাব পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি নুরুল আলম বাকুর ওপর হামলা চালিয়েছে মাদকাসক্তরা। রক্তাক্তভাবে জখম করে পালিয়েছে হামলাকারীরা। বাকুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দামুড়হুদার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে জরুরি বৈঠক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নুরুল আলম বাকু ও রাজিব আহমেদ সংবাদ সংগ্রহের জন্য দর্শনা রেল ইয়ার্ডে যান। এ সময় ৬-৭ মাদকাসক্ত মূহূর্তের মধ্যে ঘিরে ফেলে বাকুসহ ২ সাংবাদিককে। কিল-ঘুষিসহ রেলের পাথর দিয়ে আঘাত করে বাকুর মাথায়। রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাংবাদিক নুরুল আলম বাকু। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় বাকুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় দামুড়হুদার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে হাসপাতালে যান দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দুপুরেই দামুড়হুদা থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাংবাদিক বাকু।
এদিকে বাকুর ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আন্দোলনে নামবে সাংবাদিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ ম-ল, সাংবাদিক নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, মেহেদী হাসান তুহিন, রাজিব মল্লিক, মুনজুর আহমেদ, সাব্বির আলীম প্রমুখ। এ দিকে ঘটনার ১১ ঘণ্টার মাথায় রাত ১১টার দিকে দর্শনা কলেজপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রিপনকে গ্রেফতার করে পুলিশ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, সাংবাদিক নুরুল আলম বাকু ও রাজিবকে মারধরসহ ক্যামেরা কেড়ে নেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোরদাবি জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, সাংবাদিক বাকুর ওপর হামলার ঘটনায় জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান যৌথ বিবৃতিতে জানিয়েছেন সাংবাদিকেরা যদি সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ভাবে চোরাচালানিদের হাতে লাঞ্ছিত ও হামলার শিকার হন তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন। সাংবাদিকদের ওপর হামলা করে তাদের নৈতিক দায়িত্ব থেকে থামিয়ে রাখা যাবে না।