মাথাভাঙ্গা মনিটর: নরওয়েকে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে জার্মানি। গত সোমবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলের এই জয়ে রাশিয়ার টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসুত ওজিল দলকে এগিয়ে নেয়ার পর ইউলিয়ান ড্রাক্সলারের গোলে সহায়তা করেন। বিরতির আগেই জোড়া গোল করেন টিমো ভের্নার। লিওন গনেটস্কা ও মারিও গোমেজ দ্বিতীয়ার্ধে গোল করে বড় জয় নিশ্চিত করেন। আট ম্যাচে সব জয়ে জার্মানির পয়েন্ট ২৪। চেক রিপাবলিককে ২-০ গোলে হারিয়ে কমপক্ষে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে নর্দার্ন আয়ারল্যান্ড। দুই রাউন্ড বাকি থাকতে জার্মানি থেকে তারা ৫ পয়েন্ট পিছিয়ে। ইউরোপের নয় গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি এবং সেরা আট গ্রুপ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে চারটি দল রাশিয়া বিশ্বকাপের টিকেট পাবে। ‘ই’ গ্রুপে কাগাখস্তানকে ৩-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পোল্যান্ড। রোমানিয়াকে একমাত্র গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে আছে মন্টেনেগ্রো। সমান ১৬ পয়েন্ট নিয়ে লড়াইয়ে আছে আর্মেনিয়াকে ৪-১ গোলে হারানো ডেনমার্ক। ‘এফ’ গ্রুপে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে গেছে ইংল্যান্ড। দুই রাউন্ড বাকি থাকতে স্লোভাকিয়ার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ইংলিশরা।