জীবননগর ব্যুরো: জীবননগর পৌর এলাকার গোপালনগর বয়েজ ক্লাবের আয়োজনে মাদক মুক্ত সমাজ গড়তে বিলুপ্তির পথে গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ঈদের পরের দিন এ সব খেলাধুলা জীবননগর থানা প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হা-ডুডু,কানামাছি, কলাগাছ বেয়ে ওপরে ওঠা, ধীরগতিতে বাইসাইকেল, ভাড়ভাঙ্গা, বালিশ বদল, মোরগ লড়াই, বিবাহিত-অবিবাহিতদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহমেদ অঞ্জন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সাংবাদিক আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম ফেরদোসন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রিপন হোসেন, রমজান আলী, রকিম স্যার, পথের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক রকিবুল ইসলাম হোসেন, বয়েজ ক্লাবের সভাপতি অলি আহাদ রাঙা, সাধারণ সম্পাদক হিল্লাল মিয়া। বক্তারা বলেন, একটি অঞ্চলের যুবসমাজই পারেন সমাজের সমস্ত অনৈতিক কর্মকা- বন্ধ করতে। যুবসমাজ কোন অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তা বন্ধ হতে বাধ্য। যুবসমাজের নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বায়নের যুগে। তাই আমাদের বিশ্বাস গোপালনগরসহ এলাকা থেকে মাদক মুক্ত করতে অবশ্যই যুবসমাজকে এগিয়ে আসতে হবে। লেখাপড়া ও খেলাধুলা আর সাংস্কৃতি আমাদের প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। লেখাপড়া মানুষকে সচেতন করে তোলে আর খেলাধুলা ও সাংস্কৃতি মানুষকে সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত রাখে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনিক।