আলমডাঙ্গায় শিশু নাঈম স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাপে কাটার প্রতিকার সর্ম্পকে জনসচেতনতামূলক কর্মশালা

আলমডাঙ্গা ব্যুরো: সাপের কামড়ে মৃত শিশু নাঈম স্মরণে আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে ফ্রি মেডিকেলক্যাম্প ও সাপে কাটার প্রতিকার সর্ম্পকে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতার সেবায় তারুণ্যের প্রত্যয়’ এই শ্লোগানকে উপজীব্য করে গত ৪ সেপ্টেম্বর মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সঞ্চালন’ নামক স্বেচ্ছাসেবা সংগঠণ কর্তৃক দিনব্যাপী ফ্রি মেডিকেলক্যাম্প ও সাপে কাটার প্রতিকার সর্ম্পকে এক জনসচেতনতামূলক ওই কর্মশালার আয়োজন করে। সকাল ৯টায় এ কর্মশালা উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রউফ শিলু। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আকতার হোসেন, প্রফেসর ড. ইমদাদুল হক, ড. ফিরোজুল ইসলাম, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান রেকর্ড, মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি নাজিমউদ্দিন, রফিকুল ইসলাম, সমাজকর্মী দাউদ হোসেন প্রমুখ।
ফ্রি মেডিকেলক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. নজরুল ইসলাম ও ডা. রুপম। চিকিৎসকদের সহযোগিতা করেন বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত তৌফিক আহমেদ, ইমরান হোসেন, সিরাজুম মুনিরা প্রমুখ।
উল্লেখ্য, মোড়ভাঙ্গা গ্রামের জালাল উদ্দীনের ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র নাঈমকে গত ২৮ জুলাই ভোররাতে সাপে কামড়ায়। পরদিন ২৯ জুলাই সকালে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে পার্শ্ববর্তী গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আব্দুল বারেক ওঝার বাড়ি নিয়ে যায়। ওঝা নাঈমকে গাছ গাছড়া খাওয়ানো ও ঝাড়ফুঁক করার পর আরও অসুস্থ হলে হারদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।