নৌকা বাইচ দেখতে মুজিবনগর ভৈরব নদের পাড়ে হাজারো মানুষের ঢল

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরুন্দরপুর ও গোপিনাথপুর গ্রামবাসীর উদ্যোগে ভৈরব নদে নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরুন্দরপুর ও গোপিনাথপুর গ্রামের নৌকা বাইচ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। ভৈরবের দু পাড়ে হাজার হাজার দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকাবাইচ উপলক্ষে ভৌরব নদের তীরে মেলা বসে। আয়োজকরা জানান, এক সময় ভৌরব নদীতে প্রচুর পানি থাকতো। সে সময় এখানে নিয়মিত নৌকাবাইচ হতো। পরবর্তীতে ভৌরব নদে পানি না থাকায় নৌকাবাইচ হয় না। প্রায় দুই যুগ পরে ভৈরব নদ খননের পর এই প্রথম আবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলায় নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় এলাকার মোট ১০টি দল অংশগ্রহণ করে।
বিকেলে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগন থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, দারিয়াপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, সাধারণ সম্পাদক এএসএম মাহাবুবুল আলম রবি ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন প্রমুখ। খেলায় গৌরীনগর গ্রামের জামারুল ইসলামের দলকে প্রথম পুরস্কার ১টি ২৫ কেজি ওজনের ছাগল, পুরুন্দরপুর গ্রামের জাহাঙ্গীরের দলকে ২য় পুরষ্কার ১টি ২০ কেজি ওজনের ছাগল ও দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের আব্দুর রশিদের দলকে তৃতীয় পুরস্কার হিসেবে ১৫ কেজি ওজনের ১টি ছাগল বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।