সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজারে একটি যাত্রী ছাউনি অত্যন্ত জরুরি। চুয়াডাঙ্গা তিতুদহ, শঙ্করচন্দ্র, কুতুবপুর, খাসকররা, আইলহাস, পদ্মবিলা ইউনিয়নের শ’ শ’ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত সরোজগঞ্জ বাজারে বাসের জন্য অপেক্ষা করে। রোদ বৃষ্টি উপেক্ষা করে সব যাত্রীকেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। এতে নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীদের। তাছাড়া রাস্তার পাশে সামান্য দাঁড়ানোর জায়গা থাকলে ও রাস্তার কোল ঘেঁষে অবৈধ দোকানপাট বসানোর ফলে দাঁড়ানোর যায়গা নেই। তার ওপর আবার এখানেই গড়ে উঠেছে ভ্যান, আলমসাধু ও পাখিভ্যান স্ট্যান্ড। ফলে এতটুকু জায়গাও আর অবশিষ্ট নেই সাধারণ মানুষের দাঁড়ানোর জন্য। এ সমস্যা সমাধানের জন্য সরোজগঞ্জ বাজারের জরুরিভাবে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা দরকার বলে এলাকাবাসী মনে করে।