আলমডাঙ্গা ব্যুরো: জমকালো আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবের ৩ যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমনের উপস্থিতিতে ঈদের ২য় দিনে আলমডাঙ্গাবাসীর সার্বজনীন উৎসবে পরিণত হয় এ যুগপূর্তি উদযাপন অনুষ্ঠান।
সকাল ১০টায় ফ্রেন্ডস ক্লাব চত্বর থেকে এক আনন্দর্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ঈদের ২য় দিনে এই উতসব অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিশিষ্টজনেরাও এই প্রাণের উৎসবে যোগদান করেন। বেলা ১টায় আয়োজক, ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য, অতিথি ও সুধীজনদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিকেল ৩টায় এ টিম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় স্মৃতিচারণ ও আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের মূল আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মীর গোলাম মোস্তফা মহরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন সাবেক ফুটবল খেলোয়াড় ড. নাসিম রেজা খোকন, ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক অগ্রণী ব্যাংক প্রিমিয়ার লীগের সাবেক অধিনায়ক শেখ শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল ইসলাম দীপু, জীবননগর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, ঝিনাইদহ ডিবির ওসি মীর শরিফুল হক খোকন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই ফ্রেন্ডস ক্লাব ৮০ ও ৯০ দশকে খুলনা বিভাগের সবচে কৃতিত্ব অর্জনকারী ক্লাবে পরিগণিত হতো। ফ্রেন্ডস ক্লাব ছিলো আলমডাঙ্গা তথা বৃহত্তর কুষ্টিয়ার গর্ব। এই ক্লাবের বহু খেলোয়াড় জাতীয় দলসহ জাতীয় পর্যায়ের খেলাধুলায় বিশেষ কৃতিত্ব অর্জন করতেন। বক্তারা আলমডাঙ্গার খেলাধুলার হৃত গৌরব ফিরিয়ে আনতে আবার ফ্রেন্ড ক্লাবকেই বিশেষ ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন। এ পর্বে হাবিবুর বাশার সুমনের সাথে সেলফি তুলতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয় নতুন প্রজন্ম। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলমডাঙ্গায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের উপস্থিতিতে ফ্রেন্ডস ক্লাবের ৩ যুগপূর্তি উদযাপন
