মেহেরপুরে ২৬২ ঈদগাহ প্রস্তুত

মেহেরপুর অফিস: পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত মেহেরপুর জেলার ২৬২টি ঈদগাহ। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পড়তে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদের আনন্দ উপভোগ করতে ঈদগাহগুলো সাজানো হয়েছে।
মেহেরপুর শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় পৌর ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন গড় পকুর জামে মসজিদের ইমাম মাও. আব্দুল হান্নান খান। সকাল ৮-১৫ মিনিটে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঈদগাহ ময়দানে। সকাল ৮-৩০ মিনিটে কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় পৌর ঈদগাহ ময়দানে মহিলাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭টায় আহলে হাদিস জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল নয়টায় পৌর ঈদগাহ ময়দানে মহিলা জামাত অনুষ্ঠিত হবে। এদিকে গাংনী উপজেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মুজিবনগর উপজেলা শহরের প্রধান জামাত ভবরপাড়া ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, পোশাক ও শাদা পোশাকে পুলিশ সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ঈদগায় দায়িত্ব পালন করবেন। থাকছে মেটাল ডিটেকটিভ দিয়ে তল্লাশি এবং গোয়েন্দা পুলিশের নজরদারি। ঈদের জামাত কেন্দ্র করে কোন প্রকার হুমকি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি ঈদগাহে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা যাতে নিবিঘেœ ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের জামাত ও কোরবানির সময় দুজন নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।