আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইজ-২’র প্রি-ভোকেশনাল স্কিলস ট্রেনিং প্রোমের ইনডাকশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নুরুজ্জামান মল্লিক। তিনি বলেন, ঝরে পড়া শিশুদের ভোকেশনাল স্কিল ট্রেনিং’র মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার কারগরি শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এই উদ্যোগ।
উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা মৎস্য অফিসার ময়নুল অসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনালকান্তি সরকার, সেভ দ্য চিলড্রেনের আই প্রোগামের উপপরিচালক নিশাত আফরোজ মির্জা, বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মটস’র ফোকাল পারসন সপ্রিয় হালদার। উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, লুৎফর রহমান, আমিরুল ইসলাম মন্টু, দারুস সালাম প্রমুখ।