বিদেশের টুকরো

আফগান সাংসদের বাড়িতে হামলা : নিহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহারের জালালাবাদ শহরের এক আফগান রাজনীতিবিদের বাড়িতে বুধবার সশস্ত্র জঙ্গি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়। সশস্ত্র জঙ্গিরা সকালে আফগানিস্তানের সংসদ সদস্য জাহির কাদেরের বাড়িতে একটি বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া আরো জানায়, হামলাকারীরা দুই নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। তার আগে এক জঙ্গি ভবনটির কাছে তার জ্যাকেট বিস্ফোরণ ঘটায়। এই প্রদেশে তালেবান ও আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

ইয়েমেনে চেকপোস্টে বিমান হামলায় নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের রাজধানী সানার বাইরে একটি চেকপোস্টে বিমান হামলায় সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বেসামরিক মানুষ রয়েছে, বোমা হামলার সময় তারা একটি ট্যাক্সিক্যাবে ছিলেন। এছাড়া অন্য দুজন সশস্ত্র ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সানার প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে মাসাজেড জেলায় একটি গ্যাস স্টেশনের কাছে বিমান থেকে বোমা হামলার ঘটনা ঘটে। সেখানে আক্রান্ত গাড়িটি ধুয়ামোছা করা হচ্ছিলো। বোমার আঘাতে এটিতে আগুন ধরে গিয়ে লেলিহান শিখার সৃষ্টি হয় ফলে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের রাজধানী ও এর উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি সশস্ত্র আন্দোলনকে লক্ষ্য করে এ পর্যন্ত কয়েক হাজার বার বিমান হামলা চালিয়েছে।

নগ্ন হয়ে আকাশ থেকে ঝাঁপ : তাও আবার ভায়োলিন বাজাতে বাজাতে

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার কপস হারবার শহরের সঙ্গীত শিল্পী গ্লেন ডোনেলি। সম্প্রতি ১৫ হাজার ফুট ওপর থেকে স্কাইডাইভিং করেছেন তিনি। তবে আশ্চর্যের ব্যাপার হলো- আকাশ থেকে নীচে নেমে আসার পুরোটা সময় তিনি ভায়োলিন বাজিয়েছেন। যদিও এ সময় তার গায়ে সুতোটি পর্যন্ত ছিলো না। আর এই কর্মের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। তবে ঠিক কী এমন কারণে তার এই অভিনব সিদ্ধান্ত, অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমকে তা জানিয়েছেন গ্লেন। জানালেন, মানুষকে সচেতন করতেই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এর পেছনে তিনি নিজের দুঃসহ অতীত স্মৃতির গল্পও শোনান। জানা গেছে, শৈশব থেকেই শারীরিক কিছু সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। আর এই কারণে নানা কটূক্তি ও হিংসার শিকার হতে হয় তাকে। তবে তাতেই দমে যাওয়ার পাত্র ছিলেন না গ্লেন। নিজের সুন্দর চিন্তা ও মননের জোরে বেছে নিয়েছেন বাদ্যযন্ত্রকে। দীর্ঘদিন ধরেই ক্লাসিক্যাল ভায়োলিন বাজান তিনি। তাই নিজের ৩০তম জন্মদিনে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এমনভাবেই স্কাইডাইভিং করলেন তিনি।

রাম রহিমকে নিয়ে মুখ খুলবেন আরও অনেক নির্যাতিতা

মাথাভাঙ্গা মনিটর: বিলাসবহুল ‘গুফা’ থেকে কারাগারের অন্ধকার কক্ষ। কোটি কোটি টাকার সম্পত্তি থেকে দূরে, দিনে চল্লিশ টাকা মজুরির সশ্রম কারাদণ্ডে দিন কাটা শুরু হল ভারতের স্বঘোষিত ধর্মীয়গুরু ধর্ষক গুরমিত রাম রহিম সিংয়ের। রাতগুলো কাটছে জেগে। এখনও পর্যন্ত। স্বঘোষিত ধর্মগুরুর বিশ বছরের সাজা ঘোষণা হতেই তাঁর গোপন গুফার রহস্য নিয়ে মুখ খুলছেন অনেকে। বলছেন, ভয়ে এত দিন চুপ ছিলেন তারা। এক সময়ে ডেরা সচ্চা সৌদায় গুরমিতের গাড়িচালক ছিলেন খাট্টা সিংহ। বাবার ভয়ে দশ বছর পালিয়ে বেড়ানো খাট্টা আজ বলেছেন, ‘আরও অনেক নির্যাতিতা মুখ খুলবেন।’ প্রাক্তন গাড়িচালকের দাবি, ডেরার সদর দফতরে তার ভাইঝিও নির্যাতিতা হয়েছিলেন। তিনিও সামনে আসবেন। যে মহিলার অভিযোগে রাম রহিমের সাজা হয়েছে, তিনিও আজ বলেছেন, সুবিচার হয়েছে। দশ বছর ডেরায় ‘সেবাদার’ ছিলেন গুরদাস সিংহ। তার অভিযোগ, ‘হানিপ্রীত বলে যে মহিলা গুরমিতের দত্তক কন্যা বলে পরিচিত, তার সাথে আসলে অবৈধ সম্পর্ক ছিলো গুরমিতের।