দেশের টুকরো

থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল ২০১৭ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতেছে ঘ-০৬৬৪৩০২ নম্বরের টিকেট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওমর গোলাম রাব্বানি, সমিতির উপদেষ্টা প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। সর্বমোট ৫০ লাখ টাকার ১০২৫টি পুরস্কার দেয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পুরস্কার ১টি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ৩০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার গাড়ি অথবা ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার মটর সাইকেল অথবা দেড় লাখ টাকা। ড্রয়ের ফলাফল মোবাইলের মাধ্যমে জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে বিটিএস স্পেস টিকেটের সিরিজ ও নম্বর এবং পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে।  আগামী এক মাসের মধ্যে পুরস্কারের দাবি নামা পেশ করতে হবে।

ইউপি চেয়ারম্যান গ্রেফতার : ভিজিডির মেট্রিক টন চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু উপজেলার কর্ণিপাড়া গ্রামের একটি গুদাম থেকে ভিজিডি কার্ডের ৯ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। কাহালু উপজেলা প্রশাসন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাজমা রাতে কাহালু থানায় চাল আত্মসাতের মামলা দায়ের করলে পুলিশ কালাই ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানকে গ্রেফতার করে। গতকাল বুধবার ইউপি চেয়ারম্যান হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। ডিবি ও কাহালু থানা পুলিশ জানায়, বগুড়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে জানতে পারেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নে দুই মাসের ভিজিডি কার্ডের চাল উত্তোলন করা হলেও পুরো চাল দুস্থদের মাঝে বিতরণ করা হয়নি। বিষয়টি জানার পর কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতের উপস্থিতিতে দুদক, গোয়েন্দা পুলিশ ও কাহালু থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। সেই সাথে কালাই ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানকে থানায় আনেন।

মোশাররফ করিম হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার: অভিনেতা মোশাররফ করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। পুবাইলের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এখন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি। অসুস্থ হবার আগে তিনি ঈদে প্রচারের লক্ষে নির্মিত ‘জমজ ৮’ নাটকের শুটিং করছিলেন। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অরণ্য পাশা জানান, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিলো। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে এসে উপস্থিত হন। এরপর রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন।

চবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অন্যদিকে এবারের ভর্তি পরীক্ষা নেয়া হবে চারটি ইউনিটের মাধ্যমে। ইউনিট গুলো হলো ক,খ,গ,ঘ। ক ইউনিটের আওতায় বিজ্ঞান বিভাগ, খ ইউনিটের আওতায় কলা ও মানববিদ্যা বিভাগ গ ইউনিটের আওতায় ব্যবসায় শিক্ষা বিভাগ ও ঘ ইউনিটের আওতায় সম্মিলিত (বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা)। ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর, গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ও ঘ ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়া যাবে। ১১ সেপ্টেম্বর থেকে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.eis.cu.ac.bd) পাওয়া যাবে।