বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক রোধ বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে আন্তরিকতার সাথে সবাই এগিয়ে আসলে বাল্যবিয়ে, ইভটিজিং মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। তিনি ছাত্রী ও অভিভাবদের উদ্দেশে আরও বলেন, তোমারা নিজেরাই নিজেকে রক্ষায় এগিয়ে আসতে হবে। টিসকারীদের বিরুদ্ধে তোমরাই প্রতিরোধ গড়ে তুলবে, যাতে তোমারা স্কুল-কলেজে নিরাপদে লেখাপড়া করতে পারো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর সার্কেল) তরিকুল ইসলাম, ঢাকা র্যাবের এএসপি ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক ছাত্রী ফারজানা ইয়াসমিন শিরিন, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবিরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, টু আইসি বেলাল হোসেন, অব. শিক্ষক শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।