মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে খেলবে পর্তুগাল। আগামী ৩১ আগস্ট পোর্তোর একটি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের এই ম্যাচ খেলতে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার লিসবনে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত দেখা গেছে তাকে।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে বি’ গ্রুপে রয়েছেন। গ্রুপে ৬ ম্যাচ করে খেলে ১৮ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড শীর্ষে রয়েছে। আর ১৫ পয়েন্ট নিয়ে পর্তুগালের অবস্থান দ্বিতীয়। এই গ্রুপ থেকে একটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর দ্বিতীয় স্থানে যারা থাকবে তারা খেলবে প্লে-অফ পর্বে। এ ম্যাচের পরপরই ৩ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ রয়েছে পর্তুগালের। আর আগামী ১০ অক্টোবর সুইজারল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রোনালদোদের।