বার্সার সঙ্গে চুক্তি সই দেম্বেলের

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে উসমান দেম্বেলের কাম্প নউয়ে আসার কথা আগেই জানিয়েছিলো ক্লাবটি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে স্পেনের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন ফরাসি এই ফরোয়ার্ড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে কিনতে বার্সেলোনার প্রাথমিক খরচ ১০ কোটি ৫০ লাখ ইউরো। এর সঙ্গে আরও কিছু যোগ হতে পারে। গত রোববার বার্সেলোনায় পৌঁছান দেম্বেলে এবং গত সোমবার সকালে তার মেডিকেল হয়। পরে কাম্প নউয়ে পৌঁছে চুক্তিপত্রে সই করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০১৫ সালে পেশাদার ফুটবলে অভিষিক্ত দেম্বেলে ১২ মাস আগে দেড় কোটি ইউরো ট্রান্সফার ফিতে রেন থেকে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন। ওখানে দ্রুত নিজেকে মানিয়ে নিয়ে দলটির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মরসুমে দলটির হয়ে মোট ১০টি গোল করেন ও সতীর্থদের দিয়ে ২১টি গোল করান দেম্বেলে। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন তরুণ এই ফুটবলার। গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এ মাসের শুরুতে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। তার শূন্যতা পূরণে দেম্বেলেকে অনেক দিন ধরে কেনার চেষ্টা করে আসছিলো বার্সেলোনা।