চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাকজমক ও বর্ণিল আয়োজনে খেলা শুরুর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মূলত দেশের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে এ প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। খুব জাকজমকপূর্ণ আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু করতে সভায় বিভিন্ন সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখযোগ্য সীদ্ধান্তগুলো হচ্ছে- খেলায় আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা, খেলায় মোট ১৬টি দল অংশ নেবে, টুর্নামেন্ট উপলক্ষে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা করা, সারা শহর বর্ণিল সাজে সাজানো, জাফরপুরস্থ নতুন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে, দর্শকদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা করা, খেলা উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া গতকালই খেলার উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক বলেন, দেশের ঐতিহ্যবাহী খেলা ফুটবল। কালের পরিক্রমায় তা আজ খুব একটা অনুশীলন করা হয় না। বর্তমান যুব সমাজ মাদকের মরণ ছোবলের শিকার। একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে। দেশের ঐতিহ্য ধরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। কঠিন পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ভালো খেলোয়ার হওয়ার পাশাপাশি দেশ বিদেশে সুনাম অর্জন করা সম্ভব। আর এ জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা ও সহমর্মিতার প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়া আগামীতে রিভিউ মিটিংয়ের মাধ্যমে পরবর্তী সীদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।