অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পটুয়াখালীর একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে

স্টাফ রিপোর্টার: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন পুটয়াখালীর প্রাইভেট চালক বজলুর রহমান। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে তিনি অজ্ঞানপার্টির কবলে পড়েন। গতকাল বিকেলে তার জ্ঞান ফেরে। তিনি পটুয়াখালী জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা।

অসুস্থ বজলুর রহমান জানান, তিনি প্রাইভেটকার চালান। সেই সুবাদে ঢাকায় থাকেন। সপ্তাহখানেক আগে তিনি আজমির শরিফে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। প্রথমে রাজশাহীর শাহমখদুমের মাজারে যান। সেখানে কয়েকজনের সাথে তার খাতির হয়। তারাও আজমির শরিফের যাত্রী বলে জানায়। সরল বিশ্বাসে ৪৩ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেয়। তারা গতকাল সকালে ঈশ্বরদী থেকে দর্শনায় যাওয়ার উদ্দেশে সাগরদাঁড়ি ট্রেনে ওঠেন। ট্রেনের ভেতরে চানাচুর খেতে দিয়ে প্রতারকরা সটকে পড়ে। চানাচুর খাওয়ার পর বজলুর রহমান (৫৭) অজ্ঞান হয়ে পড়েন। কয়েকজন যাত্রী গতকাল বেলা পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনে তাকে নামিয়ে দেন। পরে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই জালাল উদ্দিন বজলুর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।