স্টাফ রিপোর্টার: ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় ও এর পর্যবেক্ষণে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা সমবায় ব্যাংক ভবনের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলীর নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অবিলম্বে প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ ও বিচারের দাবি করে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী বলেন, রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ বিএনপির হাতে রাজনীতি করার হাতিয়ার তুলে দিয়েছেন। বিএনপি এই রায় নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে নানা চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর আগে কোনো বিচারপ্রতি দেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করেননি। এই রায় নিয়ে প্রধান বিচারপতি জটিলতা সৃষ্টি করেছেন। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে কোনো তুলনা বরদাস্ত করবে না। তাই অবিলম্বে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত। বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আছিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক শাফিয়া খাতুন, পৌর ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কোহিনুর বেগম, ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজল রেখা, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ নেতৃবৃন্দ।