বিয়ের পিড়িতে বসতে হলো না লাবণীর

 

মহেশপুর প্রতিনিধি: সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ৮ম শ্রেণির ছাত্রী লাবণী খাতুন। এলাকাবাসী ও উপজেলা মহিলা বিষয়ক অফিসসূত্রে প্রকাশ, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেড়েরমাঠ গ্রামের বাবুলের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী লাবণী খাতুনের (১৪) সাথে একই গ্রামের আসাদ মিয়ার ছেলে সাইদুলের (১৮) বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার ছেলেপক্ষ মেয়ের বাড়িতে আংটি পরাবে সে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। বিষয়টি মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইন ফোনে সংবাদ এলে সংস্থার পক্ষ থেকে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ইউপি সদস্য নওশের আলী উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে উভয় পক্ষ অঙ্গীকার করে।