দ্বিতীয় দিনশেষে ৮৮ রানের লিড পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। গতকাল সোমবার বিকেলে তামিম ইকবাল ও সৌম্য সরকার সতর্ক সূচনা করলেও দিনের একেবারে শেষ দিকে এসে সৌম্য আউট হয়ে যান। এর আগে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করেছে মুশফিক বাহিনী। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। বাংলাদেশের লিডটা আরেকটু বেশি হতে পারতো। কিন্তু লেজের শক্তিতে কিছুটা এগিয়ে যায় অসিরা।

১৪৪ রানে অষ্টম উইকেট হারানোর পর প্যাট কামিন্স ও অ্যাস্টন এগার নবম উইকেটে করেন ৪৯ রান। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এই উইকেটের পতন ঘটান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ১৯৩ রানে নবম উইকেটের পতন হয়। নতুন করে মাঠে নামা জোস হাজলউডের উইকেটও সাকিব তুলে নিলে থামে অস্ট্রেলিয়ার যাত্রা। অ্যাস্টন এগার ৪১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে সাকিব ৬৮ রানে ৫টি ও মিরাজ ৬২ রানে ৩টি উইকেট নেন। তিন উইকেটে ১৮ রান নিয়ে গত রোববার দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাকিব-মিরাজের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। এমনকি রেনশো (৪৫) ছাড়া টপ অর্ডারে কেউ দুই অঙ্কেও পৌঁছুতে পারেননি। তবে টেল-এন্ডাররা এসে অস্ট্রেলিয়ার পক্ষে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্কোর ৯ উইকেটে ২১৬ রান। এর আগে প্রথম দিনে সাকিব-তামিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান।