দামুড়হুদার চন্দ্রবাসে প্রশাসনের বিনা অনুমতিতে সরকারি পুকুর ইজারা : লিজের ৫ লাখ টাকা আত্মসাতের পাঁয়তারার

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের প্রভাবশালী মহল কর্তৃক সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি একটি পুকুর ৪ বছরের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকায় লিজ দেয়া হয়েছে। লিজের টাকা ওই প্রভাবশালী মহল আত্মসাতের পাঁয়তারা করছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর  এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি পুকুর সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে লিজ দেয়া হলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মাঝপাড়াস্থ ১৯২ খতিয়ানে ৩১৩. ৩২৬, ৩১৪ এবং ২৩৩৪ নং দাগে স্বাস্থ্য বিভাগের নামে (সরকারি পল্লি চিকিৎসালয়) ১ একর ৭৩ শতক জমি রয়েছে। এরমধ্যে প্রায় ২ বিঘা জমি জুড়ে রয়েছে পুকুর। যা ওই এলাকায় হলদির গর্ত নামে পরিচিত। যা চুয়াডাঙ্গা সিভিল সার্জনের নামে রেজিস্ট্রিকৃত। চন্দ্রবাস গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি সরকারি ওই পুকুরটি মৃত জফর আলীর ছেলে জাব্বার আলীর নিকট ৪ বছরের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকায় লিজ দেয়। পরবর্তীতে ওই লিজের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।