জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে কপির চারা কেটে দেয়ার অভিযোগ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে জীবননগরের আন্দুলবাড়িয়ার কর্চ্চাডাঙ্গা মাঠে কপির চারা কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ৯টার দুর্বত্তচক্র কপির বীজতলা ক্ষেতে এ তাণ্ডব চালায়। এ সময় ক্ষেত মালিককে দেখে ফসল তছরুপকারী দুর্বত্তরা কাঁচি ফেলে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক গ্রাম্য মাতুব্বরদের নিকট বিচার দিলে প্রভাবশালী অভিযুক্তর বিরুদ্ধে বিচার করতে অপরাগতা প্রকাশ করায় ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক অভিযুক্তের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা গেছে, কর্চ্চাডাঙ্গা মাঠপাড়ার মৃত নবীছদ্দিন মণ্ডলের ছেলে আলা উদ্দিন আলা এ বছর ৩ বিঘা জমিতে কপি চাষ করার জন্য গ্রামের মৌলভী মাঠে ২ কাঠা জমিতে কপির বীজ তলায় চারা তৈরি করে পরিচর্যা করছিলেন। গত রোববার দিনগত রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল করিম (৩২) ধারালো কাঁচি দিয়ে কেটে ক্ষতিসাধন করাকালে ক্ষেত মালিককে দেখে কাঁচি ফেলে পালিয়ে যা বলে ক্ষতিগ্রস্ত ক্ষেতমালিক দাবি করেন। তিনি গ্রাম্য মাতুব্বরদের নিকট বিচার চেয়ে বিচার না পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে গতকাল জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষয়ক্ষতির পরিমান ৫০ হাজার টাকা বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন। প্রসঙ্গত, সম্প্রতিকালে শত্রুতামূলকভাবে কর্চ্চাডাঙ্গার মাঠে ফসল তছরুপের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।