চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বেলা ৩টায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শনকালে সকলের সাথে আলোচনাসভায় মিলিত হন তিনি। জেলা প্রশাসক জাতীয় মহিলা সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে কাজ নিয়ে আলোচনা করেন ও প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের তৈরি ব্লক বাটিকের পোশাক দেখে তাদের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন, তোমরা ভালোভাবে কাজ শেখো। এই বুটিকের কাজ শিখে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় শহরে দোকান দিয়ে ব্যবসা করছে। তোমরাও একদিন তাদের মতো বড় ব্যবসা করে উন্নতি লাভ করবে। আমি সেই স্বপ্ন দেখবো, যে স্বপ্ন মানুষের সঠিক পথ দেখায়। বাল্যবিয়ে নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, বাল্যবিয়েকে তোমরা না বলো। বাল্যবিয়ে হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। বাল্যবিয়ে রোধ করা শুধু প্রশাসনের দায়িত্ব না, এটা তোমাদেরও দায়িত্ব। তোমরা আমাদের বোন, আমাদের বোনদের ভালো পথ দেখানোর দায়িত্ব আমাদের। তোমরা ইভটিজিঙের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল। কিন্তু কাউকে ইভটিজিঙের ফাঁদে ফেলো না। আমাদের মধ্যে এখনো হতাশা কাজ করে, আমাদের হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং চুয়াডাঙ্গার উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা বলেন। উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা, জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত জেলা কর্মকর্তা হাফিজুর রহমান এবং কমিটির সদস্য শেফালী খাতুন, রোজিনা আক্তার, সাহজাদী মিলি ও রাজিয়া খাতুনসহ আরও অনেকে। সর্বশেষে জেলা প্রশাসক বেশি বেশি তাল গাছ লাগাতে সকলকে উৎসাহ দেন এবং আগামী ৯ আগস্ট বেলা ১২টায় বিনামূল্যে বৃক্ষ প্রদান অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।