স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কামরুল ইসলাম চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় গ্রামের সালাম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি ইজিবাইক ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে পুলিশ হত্যারহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, দরিদ্র কামরুল ইসলাম (২৫) ভাড়ায় ইজিবাইক চালায়। সোমবার সকাল ৮টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামের বালির মাঠ নামক স্থানে খালের পানিতে ভাসমান অবস্থায় কামরুলের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে অজ্ঞাতনামা লাশ হিসেবে কামরুলের লাশ উদ্ধার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হলে ওই লাশ কামরুলের বলে তার পিতা সালাম উদ্দীন শনাক্ত করেন। তিনি জানান, ‘সোমবার বেলা ৫টার দিকে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকায় ওর মামা ওমর ফারুকের সঙ্গে কামরুলের দেখা হয়। কথাও হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে কামরুলের সঙ্গে আমার কথা হয়। রাত ৮টার পর তার মোবাইলটি বন্ধ পাই।’ কামরুলের পিতা সালামের ধারণা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্যই কামরুলকে হত্যা করা হয়েছে। আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান কামরুলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, ‘কামরুলের গলায় রশির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাস রোধে হত্যা করে তার লাশ খালের পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।’ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এখনই হত্যার কারণ নিশ্চিত করে বলতে পারছি না। ইজিবাইকটি নেয়ার জন্যই কি তাকে হত্যা করা হলো, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’