ফেনসিডিল ও ইয়াবাসহ নাস্তিপুরের ওয়াসিম আটক

দামুড়হুদার সুলতানপুর বিজিবির মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ নাস্তিপুরের ওয়াসিম নামের অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করেছে। ওয়াসিমসহ ৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সকাল ৬টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়ার নেতৃত্বে নায়েক মোমিনুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা মাদরাসাপাড়ায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মাদরাসাপাড়া থেকে আটক করা হয় নাস্তিপুরের হাইদুর আলীর ছেলে ওয়াসিম বিশ্বাসকে (২৮)। এ সময় পালিয়ে যায় একইপাড়ার আবু হোসেনের ছেলে আলী হোসেন (২২) ও মহুাম্মদ মণ্ডলের ছেলে হারুন (৩০)। আটককৃত ওয়াসিমের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় নায়েক মোমিনুল হক বাদি হয়ে গতকালই দামুড়হুদা থানায় আটককৃত ওয়াসিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

Leave a comment