ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আনজুমান আরার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার সকাল ১০টার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হররুমে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল ইউনিয়ন পরিরষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার স্থানীয় সরকারের বিদায়ী উপপরিচালক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, শঙ্করচন্দ্র ইউপি সচীব জিয়াউর রহমান জিয়া, বেগমপুর ইউপি সচীব আশাবুল হক মাসুদ। বেগমপুর ইউপি সচীব ফয়জুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বেগমপুর ইউপি সদস্য কাশেদ আলী, শঙ্করচন্দ্র ইউপি সদস্য শওকত আলী, পদ্মবিলা ইউপি সদস্য রবিউল হক। শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে প্রীতি উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল ইউনিয়নের মেম্বার ও ইউপি সচীববৃন্দ।
ডিঙ্গেদহে চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপপরিচালক আনজুমান আরার বিদায় সংবর্ধনা
