জীবননগর ব্যুরো: তিন বোনকে ফাঁকি দিয়ে প্রতারণা পূর্বক বৃদ্ধ পিতার নিকট থেকে আনুমানিক প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমি নিজের নামে রেজিষ্ট্রি করে নিয়েছেন একমাত্র পুত্র হারুন-অর-রশিদ হারুন। পুত্রের এমন প্রতারণার ঘটনায় চরম ক্ষুব্ধ বৃদ্ধ পিতা গোলাম হোসেন (৮০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার হাসাদহে আত্মহত্যার এ ঘটনা ঘটে। তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে গতকাল রোববার ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালমর্গে প্রেরণ করেন।
উপজেলার বকুণ্ডিয়া গ্রামের মৃত পঞ্চা দফাদারের ছেলে গোলাম হোসেন তার একমাত্র ছেলে হারুনের সাথে হাসাদহে বসবাস করতেন। সম্প্রতি হারুন প্রতারণা করে তার পিতার নিকট থেকে সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করে নেন। এ ঘটনায় তার ৩ মেয়ে জমি থেকে বঞ্চিত হন। জমি রেজিস্ট্রি করে নেয়ার পর তা প্রকাশ হয়ে পড়লে ছেলের ওপর চরমভাবে ক্ষুব্ধ হন পিতা গোলাম হোসেন। ক্ষুব্ধ পিতা গত শনিবার রাতে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।
থানা সূত্র জানায়, গোলাম হোসেনের মৃত্যু রহস্যজনক অবিহিত করে সকাল থেকে মোবাইলে একাধিক ব্যক্তি থানাতে ফোন করে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে প্রেরণ করেন। সাব-ইন্সপেক্টর আব্দুল হাই জানান, লাশর সুরতহাল রির্পোট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানাতে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।