জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা-মধুপুর বাজার সংযোগ সড়কের জিকে খালের উপজেলা নামক ব্রিজটি বেহালদশায় পরিনত হয়েছে। ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচলের কারণে ঘটতে পারে দুর্ঘটনা। ব্রিজটি সংস্কারের বিষয়টি বারবার উত্থাপিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা মধুপুর বাজার সংযোগ সড়কের মধ্যবর্তী উপজেলা ব্রিজ নামে পরিচত। ব্রিজটি দিয়ে দুপাড়ের হাজারো মানুষ যাওয়া আসা করে থাকে। ব্রিজের বিভিন্নস্থানে দেখা দিয়েছে ফাটল। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করছে যানবাহন। ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার লোকজন।