বিদেশের টুকরো

সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়েছেন

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার তার দলের এক সিনিয়র নেতা বার্তা সংস্থা এএফপিকে একথা বলেন। আদালতের রায় এড়াতে তিনি দেশ থেকে এভাবে পালিয়ে যান। ইংলাকের (৫০) বিরুদ্ধে দায়ের করা দায়িত্বে অবহেলা সংক্রান্ত মামলার রায়ের জন্য গত শুক্রবার সকালে উচ্চ আদালতে হাজির হওয়ার কথা ছিলো তার। এ মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে সিনাওয়াত্রা পরিবারের ১৬ বছরের রাজনৈতিক ইতিহাসের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে চলে যান। পত্রপত্রিকার খবরে বলা হয়, তিনি স্থল সীমান্ত দিয়ে কম্বোডিয়া হয়ে সিঙ্গাপুর এবং সেখান থেকে দুবাই যান। সম্ভবত আদালতের রায়ের দিনদুই আগেই তিনি দেশ ছাড়েন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিলো। উচ্চ আদালত আগামী ২৭ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেই এ মামলার রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

ব্রাসেলসে সেনার ওপর চাপাতি হামলা : নিহত হামলাকারী

মাথাভাঙ্গা মনিটর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্ত্রস্থলে নিরাপত্তায় নিয়োজিত দুই সেনাকে লক্ষ্য করে চাপাতি হামলা চালানো হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ৩০ বছর বয়সী এই আক্রমণকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়। হামলার শিকার দুই সেনার একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যেখানে হামলা চালানো হয়েছে সেই এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। জানা গেছে, গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেন। দেশটির কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সেনার ওপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিলো না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে। প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

ধর্ষণ যৌন নির্যাতনে অভিযুক্ত আরও যেসব ভারতীয়ধর্মগুরু

মাথাভাঙ্গা মনিরট: স্বঘোষিত ধর্মগুরু বাবা রাম রহিম’ই প্রথম নন। ভারতে এর আগেও ধর্ষণ বা যৌন নির্যাতনের দায়ে পুলিশের কাঠগড়াতে ঠাঁই হয়েছে আরও অনেক বিকৃত রুচির ‘ধর্মগুরুর’। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে অভিযুক্ত যেসব ‘ভণ্ড বাবা’দের খোঁজ পাওয়া গেছে…যৌন নির্যাতনের দায়ে গত ২৪ মে উত্তরপ্রদেশের বারাবাঁকির পুলিশ গ্রেফতার করে রাম শঙ্কর তিওয়ারি ওরফে বাবা পরমানন্দকে। অভিযোগ, বন্ধ্যত্বের চিকিৎসার নামে নারীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন তিনি। বেশ কয়েকজন নারী পরমানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার বারাবাঁকির আশ্রমে তল্লাসি চালিয়ে পর্ন মুভির সিডি, নারীদের অশ্লীল ভিডিও এবং অশ্লীল পত্রপত্রিকা উদ্ধার করে পুলিশ। মাকে ঘরের বাইরে বসিয়ে রেখে ১৬ বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো স্বঘোষিত গুরু আশারাম বাপুকে। ২০১৩ সালের সেপ্টেম্বরে ইন্দোরের আশ্রম থেকে ধরা পড়েন বাপু। ধর্ষণ, শ্লীলতাহানিতেও অভিযুক্ত তিনি। দোষী সাব্যস্ত হয়ে এখনো যোধপুরের জেলেই আছেন। মহিলা ভক্তদের ধর্ষণের অভিযোগে আশারাম বাপুর ছেলে নারায়ণ রাইকেও গ্রেফতার করা হয়। তিনিও জেলে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাত : বড় বন্যার আশঙ্কা

মাথাভাঙ্গা মনির: যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হার্ভে’। গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। গতকাল ওই উপকূলে ৩৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়। এতে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে তিন নম্বর ক্যাটাগরির হারিকেনটি মেক্সিকো উপসাগরে অবস্থান করছিলো। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাসের উপকূলে আঘাত হানে। জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে জানায়, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এটি আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে। উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব নিম্নাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন।